Home Dhaka Water Supply and Sewerage Authority

পানি ও পয়ঃ সংযোগ গ্রহণের নিয়মাবলী

০১. শুধুমাত্র নির্ধারিত অনলাইন ফর্মে আবেদনের ভিত্তিতে পানি ও পয়ঃ সংযোগের অনুমতি প্রদান করা হবে।

০২. পানি ও পয়ঃ সংযোগ গ্রহণের জন্য হোল্ডিং এর মালিক আবেদন করবেন।

০৩. আবেদনপত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্টসমূহ আপলোড/প্রদান করতে হবে

ক) ফর্মের নির্ধারিত স্থানে আবেদনকারীকে ৩০০ Pixel দৈর্ঘ্য ও ৩০০ Pixel প্রস্থ এবং ফাইল সাইজ ১০০ KB এর বেশি নয় এরূপ মাপের সদ্য তোলা রঙ্গীন ছবি স্ক্যান করে JPG format এ আপলোড করতে হবে।

খ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্টের কপি।

গ) সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স/জমির দাগ নাম্বারের কপি।

ঘ) জমির মালিকানা দলিলের কপি।

ঙ) বাড়ীর প্ল্যানের কপি ও পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র (যদি থাকে।)

চ) বানিজ্যিক/শিল্পীয় সংযোগের ক্ষেত্রে জমির মালিকানা দলিল/লিজ বা ভাড়ার জায়গা হলে চুক্তিপত্রের সত্যায়িত কপি ও ট্রেড লাইসেন্স এর কপি।

ছ) লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে মেমোরেন্ডাম অব্ আর্টিক্যাল এর কপি।

জ) শিল্পীয় সংযোগের ক্ষেত্রে কোম্পানীর গঠনতন্ত্রের কপি।

ঝ) সরকারী বা কোন প্রতিষ্ঠানের সংযোগের ক্ষেত্রে ঐ প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে আবেদনের কপি।

ঞ) কমিউনিটি সংযোগের ক্ষেত্রে পরিচালনা কমিটির সিদ্ধান্তের কপি।

ট) বর্ধিত/স্থানান্তর/দ্বিতীয় সংযোগের ক্ষেত্রে বিদ্যমান হিসাব নাম্বার।

০৪. নির্ধারিত ডকুমেন্টসহ আবেদন করার পর আবেদনকারীকে অটো জেনারেটেড ট্রাকিং নাম্বার ও পিন কোড এসএমএস এর মাধ্যমে প্রদান করা হবে যা তিনি সব সময় সংরক্ষণ করবেন, উক্ত ট্রাকিং নাম্বার ব্যবহার করে প্রিমিয়ার ব্যাংকের যে কোন শাখায় ৫০০/-(পাঁচশত) টাকা আবেদন ফি জমা করলে আবেদনটি সংশ্লিষ্ট মডস জোনের নির্বাহী প্রকৌশলীর নিকট জমা হবে।

০৫. রাজস্ব সংক্রান্ত তথ্য যাচাই বাছাইয়ের জন্য নির্বাহী প্রকৌশলী সংশ্লিষ্ট রাজস্ব জোনে প্রেরণ করবেন।

০৬. রাজস্ব জোন হতে যাচাই বাছাই করে মতামতসহ তা আবার সংশ্লিষ্ট মডস জোনের নির্বাহী প্রকৌশলীর নিকট ফেরত দিবে। নির্বাহী প্রকৌশলী ফিল্ড ভিজিট করে একটি ডিমান্ট নোট (টাকার পরিমাণসহ) প্রস্তুত করে এসএমএস এর মাধ্যমে আবেদনকারীকে জানিয়ে দেবে এবং আবেদনকারীকে ০৭ (সাত) দিনের মধ্যে ডিমান্ট নোটের টাকা প্রিমিয়ার ব্যাংকের যে কোন শাখায় জমা দিতে হবে।

ঢাকা ওয়াসার বিভিন্ন সাইজের পানি ও পয়ঃ সংযোগের (রাস্তার পানির লাইন হতে ১০মিঃ দূরুত্ব ধরে)
ফি/চার্জ নিম্নরূপঃ
ক্রমিক নং পানি ও পয়ঃ সংযোগের আকার চার্জ/ফি
১. ৩৭ মিঃমিঃ (১.৫ ইঞ্চি) ৪১,১৯৬.০০ টাকা
২. ২৫ মিঃমিঃ (১.০ ইঞ্চি) ১৪,৮৩৬.০০ টাকা
৩. ২০ মিঃমিঃ (৩/৪ ইঞ্চি) ১০,৬১৬.০০ টাকা

০৭. আবেদনকারী রাস্তা খননের অনুমতি পত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে অনলাইনে আপলোড ও ডিমান্ট নোটের টাকা পরিশোধের পর ০৭ (সাত) দিনের মধ্যে পানি ও পয়ঃ সংযোগের অনুমতিপত্র প্রদান করা হবে।

০৮. আপনার পানি ও পয়ঃ সংযোগের স্থানটি ঢাকা ওয়াসার যে মডস জোনের অন্তর্ভুক্ত তা জানতে নিম্নের লিংকে ক্লিক করুন এবং সেই জোনের অনুকূলে আবেদন ফর্মটি পূরণ করে দাখিল করুন।